রেকর্ড দামে বিক্রি হলো রোবটের আঁকা পোর্ট্রেট

ইংরেজ গণিতবিদ অ্যালান টুরিং মারা গেছেন বিশ শতকের মাঝামাঝি। অথচ মৃত্যুর সাত দশক পর ফের আলোচনায় আসলো তার নাম। তবে গণিত কিংবা অন্য কোনো কারণে না; নামটি এসেছে পোর্ট্রেটের উপজীব্য হিসেবে। প্রথমবারের মতো কোনো হিউম্যানয়েড রোবটের আঁকা পোর্ট্রেট বিক্রি হয়েছে সম্প্রতি, আর সে পোর্ট্রেটটা অ্যালান টুরিংয়ের। নিউ ইয়র্ক থেকে বৃহস্পতিবার (৭ অক্টোবর) নিলামে বিক্রি হওয়া পোর্ট্রেটটির দাম ১০ লাখ ৮০ হাজার ডলার।

২ দশমিক ২ মিটারের পোর্ট্রেটটির নাম এআই গড: পোর্ট্রেট অব অ্যালান টুরিং। চিত্রকর্মটির স্রষ্টা আইডা নামের হিউম্যানয়েড রোবট। আইডা বিশ্বের প্রথম রোবট চিত্রশিল্পী। বিক্রির আগে মনে করা হচ্ছিল দাম ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার ডলারের মধ্যে হবে। কিন্তু নিলাম আহ্বানকারী প্রতিষ্ঠান সদবি’জের প্রত্যাশার চেয়ে অনেক বেশি দামে বিক্রি হয়েছে চিত্রকর্মটি।

সদবি’জ এক বিবৃতিতে জানিয়েছে, নজিরবিহীন রেকর্ড তৈরি হয়েছে হিউম্যানয়েড রোবটের আঁকা চিত্রকর্ম নিয়ে। আধুনিক ও সমকালীন চিত্রকলার জন্য এটা একটা ইতিহাস। শিল্প ও প্রযুক্তির মধ্যে যে এক ধরণের মিথস্ক্রিয়া চলছে, এটা তার সবচেয়ে বড় প্রমাণ।

আইডা পৃথিবীর সবচেয়ে সফল রোবটের মধ্যে একটি। নারী সদৃশ এ রোবটের নামকরণ করা হয়েছে এডা লাভলেসের নাম থেকে। এডা লাভলেস ছিলেন প্রথম কম্পিউটার প্রোগ্রামার। যাহোক, নিজের চিত্রকর্ম নিয়ে আইডা বলেছে, অ্যালান টুরিংয়ের পোর্ট্রেট দর্শককে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রকৃতি ও পাশাপাশি নৈতিক ও সামাজিক অগ্রগতিকে বুঝতে সহায়ক হবে।

অ্যালান টুরিং একজন গণিতবিদ ও প্রথম দিককার কম্পিউটার বিজ্ঞানী। নাৎসিবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের সময় তিনি গোপন সংকেতের রহস্য উদ্ধারে কাজ করেছেন। ১৯৫০ সালের দিকেই তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে গেছেন।

আরও