আজ আর্ট মিউজিয়ামে যাওয়ার দিন

অতীতে, মিউজিয়ামগুলো সাধারণত উচ্চবিত্তদের জন্য সীমাবদ্ধ ছিল, কিন্তু এই বিশেষ দিনের মাধ্যমে সবার জন্য মিউজিয়ামগুলো উন্মুক্ত করা হয়।

প্রতিবছর ৯ নভেম্বর ‘গো টু এন আর্ট মিউজিয়াম ডে’ (Go to an Art Museum Day) পালিত হয়। এই বিশেষ দিনটি মূলত যুক্তরাষ্ট্রে উদযাপিত হলেও, সময়ের সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। শিল্পের প্রতি আগ্রহ সৃষ্টি এবং মিউজিয়ামগুলোর সঙ্গে মানুষকে সংযুক্ত করতে এটি একটি বিশেষ উদ্যোগ।

‘গো টু এন আর্ট মিউজিয়াম ডে’ এর মূল উদ্দেশ্য হলো মানুষকে মিউজিয়ামে গিয়ে শিল্পকলা এবং সাংস্কৃতিক সংগ্রহগুলো দেখতে এবং বুঝতে উৎসাহিত করা। মিউজিয়ামগুলি সাধারণত এই দিনটিকে কেন্দ্র করে বিশেষ প্রদর্শনী, শিক্ষামূলক কার্যক্রম, কিংবা ডিসকাউন্ট আয়োজন করে, যাতে আরো বেশি মানুষ এই আয়োজনে যুক্ত হতে পারে।

এই দিনটির সূচনা যুক্তরাষ্ট্রে হলেও এর গুরুত্ব এখন আন্তর্জাতিক পর্যায়ে। হাজার হাজার মিউজিয়াম বিশ্বজুড়ে এই দিনটি পালন করে। যা দর্শকদের জন্য যেমন আকর্ষণীয়, তেমনি মিউজিয়ামগুলোর জন্যও প্রচারের সুযোগ।

অতীতে, মিউজিয়ামগুলো সাধারণত উচ্চবিত্তদের জন্য সীমাবদ্ধ ছিল, কিন্তু এই বিশেষ দিনের মাধ্যমে সবার জন্য মিউজিয়ামগুলো উন্মুক্ত করা হয়।

আরও