শুভ্র তুষারের চাদরে সিউল শহর

তুষারের এই জাদুকরী ছোঁয়া শুধু শহরের সৌন্দর্য বাড়িয়েছে তাই নয়। এটি মানুষের মনে নতুন এক উদ্দীপনা সৃষ্টি করেছে। অনেকেই এই সুযোগে পরিবার-বন্ধুদের সাথে সময় কাটাচ্ছেন, নতুন স্মৃতি তৈরি করছেন।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হিমশীতল শীতের আলিঙ্গনে জড়িয়ে তুষার নেমেছে। ১১৭ বছরের ইতিহাসে নভেম্বরে এত বেশি তুষারপাত হয়নি। শহরটি সাদা আবরণে ঢেকে গেছে। এই অস্বাভাবিক তুষারপাত একদিকে যেমন শহরের সৌন্দর্য বাড়িয়েছে, অন্যদিকে যানবাহন চলাচল ও দৈনন্দিন জীবনেও ব্যাঘাত ঘটিয়েছে।

তুষারের মধ্য দিয়ে যানবাহন যাত্রা করছে গিম্পোতে

সিউলের প্রতীকী স্থাপনাগুলো সাদা তুষারের আবরণে ঢাকা পড়েছে। স্থানীয়রা বাড়তি জামাকাপড় পরে বাইরে বেরিয়ে তুষারের আনন্দ উপভোগ করছে। তারা তুষারবল খেলছে, তুষারমানব তৈরি করছে এবং শীতের সৌন্দর্য উপভোগ করছে। এমনকি গত জুলাইয়ে জন্ম নেয়া দক্ষিণ কোরিয়ার প্রথম জোড়া পান্ডা ও কুকুরছানাও এই তুষারের আনন্দ উপভোগ করেছে।

ঐতিহ্যবাহী পোষাক হানবক পরে পর্যটকরা তুষারপাত উপভোগ করছেন

তুষারের এই জাদুকরী ছোঁয়া শহরের সৌন্দর্য বাড়িয়েছে তাই। অনেকেই এই সুযোগে পরিবার-বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন, নতুন স্মৃতি তৈরি করছেন।

আরও