দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন অধিকাংশ সিকিউরিটিজের দর বেড়েছে। পাশাপাশি এদিন আগের কার্যদিবসের তুলনায় লেনদেনও বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকে সূচক ইতিবাচক ছিল। শেষ ঘণ্টায় সূচকের বড় ঊর্ধ্বমুখিতা লক্ষ করা যায়। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৮৬ শতাংশ বা ৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২২ পয়েন্টে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৩২৩ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ১৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৫ পয়েন্টে অবস্থান করছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১৮৮ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৪৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৫ পয়েন্টে অবস্থান করছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৯৩৯ পয়েন্ট।
গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সিটি ব্যাংক ও বেক্সিমকো ফার্মার শেয়ার। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৩২৭টির, কমেছে ৩৭টির আর অপরিবর্তিত ছিল ৩২টি সিকিউরিটিজের বাজারদর। গতকাল ডিএসইতে ৩৭৭ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ৩৫৫ কোটি টাকা।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৯ দশমিক ৭ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ দশমিক ৮ শতাংশ দখলে নিয়েছে তথ্যপ্রযুক্তি খাত। ১৪ দশমিক ৩ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। ৯ দশমিক ১ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল খাদ্য ও আনুষঙ্গিক খাত। আর ৬ দশমিক ৬ শতাংশ লেনদেনের ভিত্তিতে পঞ্চম অবস্থানে রয়েছে বস্ত্র খাত।
গতকাল ডিএসইতে সব খাতের শেয়ারে ইতিবাচক রিটার্ন এসেছে। রিটার্নে শীর্ষে ছিল আর্থিক প্রতিষ্ঠান, তথ্যপ্রযুক্তি এবং খাদ্য ও আনুষঙ্গিক খাত। এ তিন খাতে রিটার্ন এসেছে যথাক্রমে ৭ দশমিক ১, ৪ দশমিক ৬ ও ৩ দশমিক ৮ শতাংশ।
এদিকে সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ১০৬ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১৯২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৯ হাজার ৮৬ পয়েন্ট। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ১৭৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৪ হাজার ৯৬২ পয়েন্ট।
এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ৫৩টির আর অপরিবর্তিত ছিল ২৬টির বাজারদর। গতকাল সিএসইতে ৮ কোটি ৩২ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১১ কোটি ৩৩ লাখ টাকা।