চলতি অর্থবছরের অক্টোবর শেষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মোট মূল্য সংযোজন কর (ভ্যাট) বকেয়া দাঁড়িয়েছে ২৪ হাজার ৫৫৮ কোটি ১৪ লাখ টাকায়। এসব বকেয়ার ৯৭ শতাংশই সরকারি প্রতিষ্ঠানের। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।
এনবিআরের ভ্যাট উইংয়ের তথ্যমতে, অক্টোবর শেষে সরকারি প্রতিষ্ঠানের ভ্যাট বকেয়া দাঁড়িয়েছে ২৩ হাজার ৮৩৯ কোটি ৬০ লাখ টাকা। এসব প্রতিষ্ঠানের মধ্যে পেট্রোবাংলার কাছেই ২২ হাজার ৫৮৪ কোটি ৫৪ লাখ টাকা পাবে এনবিআর।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের ভ্যাট উইংয়ের এক কর্মকর্তা বলেন, ‘বিভিন্ন সময় পেট্রোবাংলার সঙ্গে বকেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তারা সর্বশেষ মিটিংয়েও জানিয়েছে, বরাদ্দ নেই বলে বকেয়া পরিশোধ করা যাচ্ছে না। বরাদ্দ পেলে তারা বকেয়া পরিশোধ করবে। ২০২২ সালে ভ্যাট উইং পেট্রোবাংলার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে। পরে বকেয়া পরিশোধের শর্তে তা আবার চালু করে দেয়।’
পেট্রোবাংলার পাশাপাশি বকেয়া তালিকায় সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড এবং প্যান প্যসিফিক সোনারগাঁওসহ রয়েছে ২৮টি সরকারি প্রতিষ্ঠানের নাম।
এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আব্দুল মজিদ বণিক বার্তাকে বলেন, ‘পেট্রোবাংলা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। আর এ প্রতিষ্ঠানেরই এত বিশাল বকেয়া জমা হয়েছে। এসব প্রতিষ্ঠান জনগণের কাছ থেকে ভ্যাট নিচ্ছে কিন্তু এনবিআরকে দিচ্ছে না। আবার তারা পণ্যও কম দামে বিক্রি করছে না। এসব প্রতিষ্ঠান পাওনা টাকা জমা দিলে এনবিআরের কর-জিডিপি অনুপাত প্রায় ১ শতাংশ বেড়ে যেত। এনবিআর ভ্যাট আয় করতে অন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে ধরনের ব্যবস্থা নেয়, পেট্রোবাংলার ক্ষেত্রেও একই ধরনের পদক্ষেপ নেয়া উচিত।
এনবিআরের বিভিন্ন ভ্যাট কমিশনারেটের মধ্যে সবচেয়ে বেশি বকেয়া এলটিইউ-ভ্যাট কমিশনারেটে। বকেয়ার পরিমাণ ২২ হাজার ৬০৮ কোটি ৮৩ লাখ টাকা। এছাড়া চট্টগ্রাম কমিশনারেটে ৮১৯ কোটি ২৬ লাখ টাকা এবং ঢাকা (উত্তর) কমিশনারেট বকেয়ার পরিমাণ ৭৭৩ কোটি ৯০ লাখ টাকা।
অক্টোবর শেষে এনবিআরের মূসক-সংক্রান্ত চলমান মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৯৭৭টিতে। এসব মামলায় রাজস্বের পরিমাণ ২১ হাজার ৫৯৬ কোটি ২ লাখ টাকা। এর মধ্যে শুধু অক্টোবরেই ১৪৮টি মামলা নিষ্পত্তি হয়েছে। এসব মামলা থেকে এনবিআর রাজস্ব আয় করেছে ১২৯ কোটি ১৫ লাখ টাকা। চলতি অর্থবছরের প্রথম চার মাসে ৯১৪টি মামলা নিষ্পত্তি হয়েছে, যা থেকে রাজস্ব আয় হয়েছে ২ হাজার ১৮০ কোটি টাকা।