রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পরিচালনা পর্ষদে নতুন চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ আলীকে নিয়োগ দিয়েছে সরকার। গত সোমবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব আফছানা বিলকিস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ আলীকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদে তার যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হলো।
এদিকে রাকাবের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার জাহিদ বিষয়টি নিশ্চিত করে বণিক বার্তা প্রতিবেদককে জানান, নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তার আদি নিবাস পাবনা। তিনি ১৯৭৭ সালে রাবির অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও ১৯৭৮ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে তিনি তার কর্মজীবন শুরু করেন। তিনি কমনওয়েল্থ স্কলারশিপ কমিশন, লন্ডন কর্তৃক কমনওয়েল্থ স্কলারশিপ পেয়ে ১৯৯২ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দেশে ফেরার পর তিনি রাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন।
দীর্ঘ ৪১ বছর শিক্ষকতা পেশা অতিবাহিত করার পরও বসে থাকেননি তিনি। অবসরে যাওয়ার পর বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদেও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও বিভিন্ন সময়ে আর্থ-সামাজিক বিভিন্ন বিষয়ের ওপর লিখেছেন উল্লেখযোগ্য প্রকাশনা ও গবেষণা গ্রন্থ। এসব তথ্য জানান রাকাব জনসংযোগ কর্মকর্তা।