বেশ কিছুদিন ধরে ঊর্ধ্বমুখী থাকার পর অবশেষে কমতে শুরু করেছে আলুর দাম। দেশের বিভিন্ন অঞ্চলে আলু উঠতে শুরু করায় সরবরাহ বেড়েছে। সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশী নতুন আলুর দাম কমেছে কেজিতে ১১-১৬ টাকা করে।
হিলি বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগে প্রতি কেজি দেশী নতুন লাল ও সাদা আলু ৪০-৪৫ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ২৪-৩৪ টাকা দরে বিক্রি হচ্ছে, যা খুচরা বাজারে ২-৩ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। আলুর দাম প্রতিদিনই কমছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
হিলি বাজারের আলু বিক্রেতা মনিরুল ইসলাম বলেন, আলুর দাম বাড়তে বাড়তে ৬০-৭০ টাকায় উঠে গিয়েছিল। এমন অবস্থায় সরকার অনুমতি দিলে ভারত থেকে আলু আমদানি শুরু হয়। এতে করে দাম কিছুটা নিয়ন্ত্রণে আসে। ১৪ ডিসেম্বর থেকে আমদানি বন্ধ হয়ে গেলে দাম আবারো বাড়তে শুরু করে। তবে নতুন আলু উঠতে শুরু করায় এখন দাম কমছে। আগামী কিছুদিনের মধ্যে সরবরাহ আরো বাড়বে।