পুঁ‌জিবাজারে দুই শতাং‌শের বে‌শি দরপতন

বাজার পর্যবেক্ষ‌ণে দেখা যায়, আজ সকাল ১০টায় লেন‌দেন শুরুর প‌র থে‌কেই শেয়ার বি‌ক্রির চা‌পে প‌য়েন্ট হারা‌তে শুরু ক‌রে সূচক।

দে‌শের পুঁজিবাজা‌রে বড় দরপত‌নের মধ্য দি‌য়ে লেন‌দেন চল‌ছে। এরই ম‌ধ্যে প্রধান পুঁ‌জিবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) সা‌র্বিক সূচক ডিএসইএক্স ২ শতাং‌শের বেশি প‌য়েন্ট হা‌রি‌য়ে‌ছে।

বাজার পর্যবেক্ষ‌ণে দেখা যায়, আজ সকাল ১০টায় লেন‌দেন শুরুর প‌র থে‌কেই শেয়ার বি‌ক্রির চা‌পে প‌য়েন্ট হারা‌তে শুরু ক‌রে সূচক। বেলা ১ টা ১৫ মি‌নি‌টে ডিএসইএক্স সূচক ১০৮ প‌য়েন্ট হা‌রিয়ে ৫ হাজার ৭ প‌য়ে‌ন্টে দাঁড়ি‌য়ে‌ছে। এসময় ডিএসইএস সূচক ২ দশ‌মিক ৩৭ শতাংশ এবং ডিএস ৩০ সূচক ১ দশ‌মিক ৯৩ শতাংশ পয়েন্ট হা‌রি‌য়ে‌ছে।

পুঁ‌জি হারা‌নোর শঙ্কায় বি‌নি‌য়োগকারী‌দের ম‌ধ্যে শেয়ার বি‌ক্রি ক‌রে দেয়ার প্রবণতাও বাড়‌ছে। এর বিপরী‌তে শেয়ার কেনার প্রবণতা বেশ কম দেখা যাচ্ছে। বেলা ১ টা ১৫ মি‌নিট পর্যন্ত ডিএসই‌তে ১৯৪ কো‌টি টাকার লেন‌দেন হয়ে‌ছে। এ সম‌য়ে ৩১৪‌টি সি‌কিউ‌রি‌টি‌জের দর কমার বিপরী‌তে দর বে‌ড়ে‌ছে ৪৬‌টির আর অপ‌রিব‌র্তিত ছিল ৩২‌টির বাজারদর।

আরও