পুঁজিবাজার বন্ধ আজ

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আজ পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আজ পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।

তথ্য অনুসারে, আজ থেকে রোববার পর্যন্ত দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ থাকবে।

পূজা উপলক্ষে আজও ছুটি রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে এবার দুর্গা পূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চারদিনের ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা।

আগামীকাল ও শনিবার সাপ্তাহিক ছুটি। পরদিন শারদীয় দুর্গা পূজার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি। এছাড়া বৃহস্পতিবারও ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে চারদিন বন্ধ থাকবে পুঁজিবাজারে লেনদেন।

আগামী সোমবার আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চালু হবে।

আরও