পঞ্চগড়ে শিল্প উপদেষ্টা

বন্ধ কলকারখানা ক্রমান্বয়ে চালু করা হবে

দেশের সব বন্ধ কলকারখানা ক্রমান্বয়ে চালু করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

দেশের সব বন্ধ কলকারখানা ক্রমান্বয়ে চালু করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। পঞ্চগড় সুগার মিল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শিল্প উপদেষ্টা বলেন, ‘‌অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানে শহীদ, বিভিন্ন সময় গুম ও নির্যাতনের শিকার মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। এ ঋণ শোধ করতে হবে।’

বন্ধ কলকারখানা ক্রমান্বয়ে চালু করা হবে জানিয়ে তিনি বলেন, ‘‌আগামীকাল বা পরশু সব মিল-কারখানা চালু হবে এ বক্তব্য আমি দিতে পারি না। তবে আমরা উদ্যোগগুলোকে এগিয়ে নিতে পারি। গত চার বছর বন্ধ মিলগুলো চালুর জন্য কোনো উদ্যোগ নেয়া হয়নি। যত দ্রুত সম্ভব মিলগুলো চালুর জন্য আমরা কাজ শুরু করেছি। আপনারা বিশ্বাস রাখেন, আপনাদের সঙ্গে নিয়েই ইনশা আল্লাহ আমরা তা করতে পারব।’

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পরিচালক সারজিস আলম, পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিল।

আরও