হিলি স্থলবন্দর

আমদানি অব্যাহত থাকায় পেঁয়াজের দাম কমেছে ১০ টাকা

আমদানি অব্যাহত থাকায় দিনাজপুরের হিলিতে খুচরা বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।

আমদানি অব্যাহত থাকায় দিনাজপুরের হিলিতে খুচরা বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। দুদিনের ব্যবধানে প্রতি কেজিতে পণ্যটির দাম কমেছে ১০ টাকা করে। আগে প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকা বিক্রি হলেও বর্তমানে তা কমে ৪০-৪৫ টাকা বিক্রি হচ্ছে। 

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা এনতাজ হোসেন বলেন, ‘‌গতকালই বাজার থেকে পেঁয়াজ কিনে নিয়ে গেছি ৫০ টাকা কেজি দরে। আজকে কিনলাম ৪০ টাকা কেজি দরে। একদিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা করে কমেছে দাম। পণ্যটির মূল্য আরো কমলে আমাদের জন্য ভালো হয়।’ 

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল খান বলেন, ‘‌আমরা সাধারণত হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ কিনে স্থানীয় বাজারে বিক্রি করি। এসব পেঁয়াজ কিছুটা নিম্নমানের। তাই দামও কিছুটা কম থাকে। ভালো পেঁয়াজ বন্দর থেকে ট্রাক লোড হয়ে অন্য জেলায় চলে যায়। শনিবার হঠাৎ করে ভারত সরকার পেঁয়াজের ওপর শুল্ক আরোপ করে। ফলে রবিবার বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমে যায়। এতে করে দাম বেড়ে গিয়েছিল। তবে সোমবার থেকে আবারো বন্দর দিয়ে নতুন শুল্কের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এতে করে দাম কমতির দিকে রয়েছে। শুল্ক আরোপের খবরে দুদিন আগে ৪৮-৫০ টাকায় ‍উঠে গিয়েছিল পেঁয়াজের দাম। বর্তমানে তা ৪০-৪২ টাকায় নেমেছে।’ 

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মোবারক হোসেন বলেন, ‘‌বন্যার কারণে ভারতে পেঁয়াজের উৎপাদন ব্যাহত হওয়ায় সরবরাহ কমেছে। এমন বাস্তবতায় স্থানীয় বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে গত শনিবার রাতে দেশটির সরকার পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করে। ফলে কেজিপ্রতি কত টাকা শুল্ক দিতে হবে, সেটি নির্ধারণ না হওয়ায় রোববার বন্দর দিয়ে নতুন আরোপকৃত শুল্ক দিয়ে পেঁয়াজ আমদানি হয়নি। শুল্ক আরোপের কারণে দাম বাড়বে, এ খবরে দেশের বাজারে পণ্যটির চাহিদা বেড়ে যায়। কিন্তু চাহিদার তুলনায় পেঁয়াজের সরবরাহ কমায় দাম বেড়ে গিয়েছিল। সেদিন বন্দরে পেঁয়াজ প্রকারভেদে ৫৫-৬০ টাকা কেজি দরে বিক্রি হয়। পরবর্তী সময়ে কেজিপ্রতি ৫-৭ টাকা শুল্ক নির্ধারণ হলে সোমবার থেকে বন্দর দিয়ে নতুন শুল্কের পেঁয়াজ আমদানি শুরু হয়। গতকালও আমদানি অব্যাহত ছিল। 

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘‌ভারত সরকার পেঁয়াজের ওপর শুল্ক আরোপের ফলে হিলি স্থলবন্দর দিয়ে রবিবার আমদানি কমে যায়। তবে সোমবার থেকে বন্দর দিয়ে আবারো আমদানি বাড়তে থাকে।

আরও