আজকের বাজার দর

এখনো চড়া মাছের বাজার

সরকার পতনের পরপর ভেঙে গেছে বাজার সিন্ডিকেট। কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম। তবে সে হাওয়া লাগেনি মাছের বাজারে। এখনো উচ্চমূল্যে বিক্রি হচ্ছে মাছ। আজ বুধবার (১৪ আগস্ট) মাছের বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। তবে বিক্রেতারা বলছেন, ধীরে ধীরে কমে আসবে মাছের দামও।

সরকার পতনের পরপর ভেঙে গেছে বাজার সিন্ডিকেট। কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম। তবে সে হাওয়া লাগেনি মাছের বাজারে। এখনো উচ্চমূল্যে বিক্রি হচ্ছে মাছ। আজ বুধবার (১৪ আগস্ট) মাছের বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। তবে বিক্রেতারা বলছেন, ধীরে ধীরে কমে আসবে মাছের দামও।

বুধবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, আগের দরেই বিক্রি হচ্ছে ইলিশ মাছ। দেড় কেজি ওজনের বড় ইলিশ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেড় কেজির কম এক কেজির বেশি ওজনের ইলিশ এক হাজার ৬শ’ টাকা থেকে এক হাজার ৭শ’ টাকায় বিক্রি হচ্ছে। তবে পাঁচশ গ্রামের কম ইলিশ ৯০০ টাকায় বিক্রি হয়েছে।

বাজারে নদীর মাঝারি সাইজের চিংড়ি বিক্রি হচ্ছে ১ হাজার ৪শ’ টাকা কেজি। ছোট চিংড়ি ৭শ’ টাকা কেজি এবং গলদা চিংড়ি এক হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে দেশী শিং এক হাজার টাকা, বিলের টেংরা ৮০০ টাকা, নদীর বড় বাইলা মাছ এক হাজার ২০০ টাকা, বড় সরপুটি ৫০০ টাকা, ছোট সরপুঁটি ২৮০ টাকা, বাটা মাছ ৩০০ টাকা, পাঙ্গাস ২২০ টাকা, লইট্টা মাছ ৩০০ টাকা, পোয়া মাছ ৫০০ টাকা, কারফু ২৫০ টাকা, রুই ২৭০ টাকা, কই ২২০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, বোয়াল ৪৫০ টাকা, ব্রিকেট ২৮০ টাকা, সিলভার কার্প ২২০ টাকা, বাইম ৩৬০ টাকা এবং তারা বাইম ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

আরও