শাহবাগের অবরোধ প্রত্যাহার করেছে ২৪-এর অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যরা

বৈঠক শেষে সারজিস আলম বলেন, খুনি হাসিনা নির্লজ্জের মতো ভারতে বসে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেয়।

শর্তসাপেক্ষে শাহবাগের অবরোধ প্রত্যাহার করেছে ২৪-এর অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টার বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শর্তের মধ্যে রয়েছে আগামী রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস নিহতদের পরিবারের সঙ্গে কথা বলবেন। এছাড়া আগামীকাল ছাত্র প্রতিনিধিদলের সঙ্গেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

বৈঠক শেষে সারজিস আলম বলেন, খুনি হাসিনা নির্লজ্জের মতো ভারতে বসে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেয়। ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় আসা বর্তমান অন্তর্বর্তী সরকার যদি খুনিদের বিচার করতে না পারে তবে এটি তাদের জন্য বড় সীমাবদ্ধতা।

আরও