গাইবান্ধায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধার সদর উপজেলায় তানভীর মিয়া নামের দেড় বছর বয়সী এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

মঙ্গলবার (৫ নভেম্বর ) বেলা ৩টার দিকে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের কিশামত গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু তানভীর মিয়া উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের কিশামত গোপালপুর গ্রামের রাজা মিয়ার ছেলে ।

স্বজনরা জানায়, ওই সময় তানভীর মিয়া বাড়ির উঠানে খেলছিল। এরপর সবার অজান্তে নিখোঁজ হলে খোঁজাখুঁজি করা হয়। এরই মধ্যে বাড়ির পাশে পুকুরের পানিতে শিশুটি ভাসতে দেখা যায়। এসময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তানভীরের মৃত্যু হয়।

বাদিয়াখালী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম সবুজ এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও