পাঁচ দিন নিখোঁজ থাকার পর হলে ফিরলেন সহ-সমন্বয়ক খালেদ

পাঁচ দিন ধরে নিখোঁজ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলে ফিরেছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সহ-সমন্বয়ক খালেদ হাসান। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে তিনি হলে ফেরেন।

তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা। তবে গত পাঁচ দিন তিনি কোথায় বা কার সঙ্গে ছিলেন, তা জানা যায়নি।

খালেদ হাসান গত শুক্রবার থেকে নিখোঁজ বলে জানিয়েছিলেন পরিবারের সদস্যরা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।

আরও