বান্দরবানে দুর্বৃত্তের গুলিতে নারী আহত

রেদামা বলেন, সকালে জমি থেকে শাক-সবজি সংগ্রহ করতে গেলে একটি শব্দ শোনা যায়। এরপর জানতে পারি, আমার মেয়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেছে। দ্রুত তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে আনা হয়।

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে উমেপ্রু মারমা (৩৪) নামে এক নারী আহত হয়েছেন। আজ সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হিমাগ্রীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নারী থানচি উপজেলার ভাড়ায়চালিত গাড়ি চালক রুবেল তঞ্চঙ্গ্যার স্ত্রী।

আহতের মা রেদামা মারমা জানান, উমেপ্রু মারমার পরিবার তাদের দুই সন্তানকে বান্দরবান জেলা সদরে রেখে পড়াশোনা করাচ্ছেন। এ জন্য তারা জেলা সদরের করুণাপুরপাড়ায় একটি ভাড়া বাসায় থাকেন। তাদের বড় মেয়ে অষ্টম শ্রেণীর পরীক্ষা শেষে নানা-নানীর বাড়িতে বেড়াতে গিয়েছিল। নবম শ্রেণীর ক্লাস শুরু হওয়ায় মেয়েকে নিয়ে হিমাগ্রীপাড়া থেকে জেলা সদরের বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন উমেপ্রু।

রেদামা বলেন, সকালে জমি থেকে শাক-সবজি সংগ্রহ করতে গেলে একটি শব্দ শোনা যায়। এরপর জানতে পারি, আমার মেয়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেছে। দ্রুত তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়। গুলি কে বা কেন করেছে, তা বুঝতে পারছি না।

বান্দরবান সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. তারেকুল ইসলাম বলেন, আহত নারীর শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল। তার পিঠের ডান পাশে ও পেটের বাম পাশে গুলির আঘাত রয়েছে। রক্তক্ষরণ কমানোর ব্যবস্থা নেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ্র মুকুল চৌধুরী জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনার উদ্দেশ্য কিংবা কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

আরও