নদে ডুবে মৃত্যু

ঠাকুরগাঁওয়ের হরিপুরে নাগর নদে ডুবে সাদিয়া (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে তার ভাই সাদ্দাম (৬)।

ঠাকুরগাঁওয়ের হরিপুরে নাগর নদে ডুবে সাদিয়া (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে তার ভাই সাদ্দাম (৬)। গতকাল দুপুরে উপজেলার বকুয়া ইউনিয়নের মানিকহাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তারা রংপুর সদর উপজেলার জলচকর গ্রামের আমিনুল ইসলামের সন্তান। বাবা-মায়ের সঙ্গে ঈদের ছুটিতে নানা বাড়িতে বেড়াতে এসেছিল তারা। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল।

আরও