ভোলায় ১৫ ট্রলারডুবি জেলে নিখোঁজ

ঝড়ের কবলে ভোলার মনপুরায় ১৫টি মাছ ধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া ট্রলারের মাঝি-মাল্লারা উদ্ধার হলেও মো. আলাউদ্দিন (৪৫) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।

ঝড়ের কবলে ভোলার মনপুরায় ১৫টি মাছ ধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া ট্রলারের মাঝি-মাল্লারা উদ্ধার হলেও মো. আলাউদ্দিন (৪৫) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন এলাকার বাসিন্দা। এছাড়া লালমোহন উপজেলায় অর্ধশত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। শুক্রবার রাত ৯টায় আকস্মিক ঝড় শুরু হলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে জেলেরা মেঘনা নদীতে মাছ ধরতে যান। রাতে ঝড়ের কবলে পড়ে ১৫টি নৌকা ডুবে যায়। অন্য জেলেদের সহায়তায় তাদের উদ্ধার করা হলেও একজন নিখোঁজ রয়েছেন।

মনপুরা থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান, আলাউদ্দিন নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধারের কাজ চলমান রয়েছে। বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে।

আরও