কক্সবাজারের উখিয়ায় অভিযানের সময় মাটি পাচারকাজে ব্যবহৃত ডাম্পার (মিনি ট্রাক) চাপায় বন বিট কর্মকর্তা নিহত হয়েছেন। গত শনিবার রাত সাড়ে ৩টার দিকে রাজাপালং ইউনিয়নের হরিণমারায় এ ঘটনা ঘটে। সাজ্জাদুজ্জামান (৩০) উখিয়া রেঞ্জের দোছড়ি বন বিটের দায়িত্বে ছিলেন। তিনি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে।
বনকর্মীরা জানান, পাহাড় কাটা বন্ধে রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় অভিযান পরিচালনা করেন সাজ্জাদুজ্জামান। ডাম্পারটি হরিণমারা এলাকার ছৈয়দ করিম নামে একজনের। বাপ্পি নামের এক যুবক ডাম্পারটি চালাচ্ছিলেন।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন।