নিম্নচাপের প্রভাবে পূর্ব সুন্দরবনের নদনদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে প্লাবিত হয়েছে বনাঞ্চলের অনেক উঁচু এলাকাও। সমুদ্র তীরবর্তী বনে পানির স্রোতে হুমকির মুখে পড়েছে বনের বন্যপ্রাণীরা। এ অবস্থায় বৃহস্পতিবার (২৯ মে) সকালে জোয়ারের পানিতে ভেসে যাচ্ছিল একটি হরিণ শাবক। তবে বন বিভাগের কর্মীদের তৎপরতায় শাবকটি জীবিত উদ্ধার হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে পূর্ব সুন্দরবনের শেলারচর টহলফাঁড়ি এলাকায় টহলরত বনকর্মীরা দেখতে পান একটি হরিণ শাবক পানির তোড়ে সাগরের দিকে ভেসে যাচ্ছে। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই তারা উদ্ধার অভিযানে নামেন। কিছুক্ষণের চেষ্টায় শাবকটিকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন তারা।
পরে শাবকটিকে বন বিভাগের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে সুস্থ করে সুন্দরবনের একটি নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়।
শেলারচর টহল ফাঁড়ির কর্মকর্তা মোমিন শরীফ বলেন, ‘নিম্নচাপের প্রভাবে সুন্দরবনের নদনদীতে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানির উচ্চতা বেড়েছে। ফলে আমাদের টহল ফাঁড়ির অফিসের চারদিকের উচুঁ জায়গাগুলোও পানিতে ডুবে গেছে। মিঠা পানির পুকুরেও জোয়ারের পানি ঢুকেছে। জোয়ারের পানিতে একটি হরিণ শাবক ভেসে যাচ্ছিল। আমরা সেটিকে দেখা মাত্র সবাই মিলে উদ্ধার করে সুস্থ করে অবমুক্ত করেছি।’