নওগাঁয় পরিত্যক্ত অবস্থায় আলুর খেত থেকে তিনটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র্যাব। বুধবার রাত ১১টায় সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের একটি আলু খেত থেকে এগুলো উদ্ধার করা হয়। র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালায় তারা। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে আলু খেতে তিনটি ওয়ান শুটারগান ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।