স্থানীয় সরকার উপদেষ্টা

কুমিল্লা নামেই বিভাগ হবে

তিনি বলেন, রাজনৈতিক দলের অনেকেই বলতেন ভারতের আর্শীবাদ ছাড়া ক্ষমতায় যাওয়া যায় না। কিন্তু শেখ হাসিনা তো ক্ষমতা ছেড়ে ভারত পালালেন, শেখ হাসিনার অবস্থা ভারত ঠেকাতে পারেনি কেন? যেকোনো রাজনৈতিক দলের ক্ষমতায় আসার একমাত্র মাধ্যম হচ্ছে এ দেশের জনগণ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, অতীতে কুমিল্লাকে অনেক বঞ্চিত করা হয়েছে। শেখ হাসিনা বলেছিল কুমিল্লা নামে কোনো বিভাগ হবে না। এখন কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করা হবে। আমরা তা দ্রুত বাস্তবায়ন করব। এ বিষয়ে কাজ চলছে।

তিনি বলেন, রাজনৈতিক দলের অনেকেই বলতেন ভারতের আর্শীবাদ ছাড়া ক্ষমতায় যাওয়া যায় না। কিন্তু শেখ হাসিনা তো ক্ষমতা ছেড়ে ভারত পালালেন, শেখ হাসিনার অবস্থা ভারত ঠেকাতে পারেনি কেন? যেকোনো রাজনৈতিক দলের ক্ষমতায় আসার একমাত্র মাধ্যম হচ্ছে এ দেশের জনগণ।

শনিবার (৩০ নভেম্বর) বিকালে নিজ উপজেলা কুমিল্লার মুরাদনগর ডি আর উচ্চ বিদ্যালয় মাঠে মুরাদনগরবাসীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা স্কুল শিক্ষক বিল্লাল হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নুরুল মোমেন খান, বিএনপি নেতা সৈয়দ তৌফিক মীর চেয়ারম্যান, মহিউদ্দিন অঞ্জন, কাজী জুম্মন বসরী, হেফাজত নেতা মুফতি সাদেকুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা আনম ইলিয়াস, মনসুর মিয়া প্রমুখ।

উপদেষ্টা আসিফ মাহমুদ আরো বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে নেতৃত্ব দিতে নিজেদের প্রস্তুত হতে হবে। আমরা ২য় যে স্বাধীনতা অর্জন করেছি এ স্বাধীনতার শহীদদের ঋণ পরিশোধের জন্য সবাইকে ঐক্যবব্ধ হয়ে কাজ করে যেতে হবে। প্রত্যেকের জায়গা থেকে যার যে দায়িত্ব রয়েছে তা সবাইকে পালন করতে হবে। তিনি সরকারের শিক্ষা, চিকিৎসা, উন্নয়ন ও নাগরিক সুবিধার আমূল পরিবর্তনের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশের আনাচে কানাচে বৈষম্যহীন সম উন্নয়ন হবে। আপনাদের একজন হয়ে আমি যাতে কাজ করতে পারি আপনারা আমাকে সেই সমর্থন ও সহযোগিতা করবেন।

সভায় মুরাদনগরের সর্বস্তরের জনগণ তাকে ব্যাপক সংবর্ধনা দেয়। অনুষ্ঠানে জুলাই-আগস্টে কুমিল্লা জেলার ৩৫ শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আরও