বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘শুধু নির্বাচনের জন্য দুই হাজার মানুষ জীবন দেয়নি, অর্ধলাখ মানুষ রক্ত দেয়নি। যে সিস্টেমগুলো সুষ্ঠু সংস্কারে প্রয়োজন, সে সিস্টেমগুলোর সংস্কার শেষে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন দেয়া উচিত।’
গতকাল সকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, ‘যে সংবিধান এ দেশের মানুষকে পাঁচ বছরের জন্য জনতার সরকার উপহার দিতে পারেনি, সে সংবিধান সংস্কার করতে হবে। ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরে সবচেয়ে ব্যর্থ প্রতিষ্ঠান ছিল নির্বাচন কমিশন। অন্তর্বর্তী সরকারকে নির্বাচন কমিশনের যৌক্তিক সংস্কার করতে হবে।’
এর আগে সকাল ১০টার দিকে জেলা প্রশাসন কার্যালয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে গণ-অভ্যুত্থানে নিহত ১৮টি পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়। ১৮টি পরিবারকে ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়।