বুয়েটে ১০০ কোটি টাকা ব্যয়ে ন্যানোল্যাব স্থাপনের ঘোষণা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ঘোষণা দিয়ে বলেছেন, ‘উন্নত বিশ্বের বাস্তবতায় ন্যানোচিফ সব জায়গায় লাগবে। এমনকি পোশাক ও স্বাস্থ্য খাতেও লাগবে। সে কারণেই আমি উৎসাহিত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ঘোষণা দিয়ে বলেছেন, ‘উন্নত বিশ্বের বাস্তবতায় ন্যানোচিফ সব জায়গায় লাগবে। এমনকি পোশাক ও স্বাস্থ্য খাতেও লাগবে। সে কারণেই আমি উৎসাহিত হয়ে প্রধানমন্ত্রী ও তার আইসিটি উপদেষ্টার কাছে প্রস্তাব দিয়েছি, ন্যানোল্যাব প্রতিষ্ঠার। আমরা ১০০ কোটি টাকা ব্যয়ে বুয়েটে একটা অত্যাধুনিক ন্যানোল্যাব অল্পদিনের মধ্যে স্থাপন করতে যাচ্ছি। যেখানে বুয়েটের ছাত্র-শিক্ষকরা ন্যানো টেকনোলজি সম্পর্কে গবেষণা, উদ্ভাবন ও ডিজাইন করতে পারবে। আপনারা জেনে আনন্দিত হবেন আমরা এরই মধ্যে টেন্ডার প্রক্রিয়ায় চলে গেছি।’

গতকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) রোবটিকস অ্যান্ড অটোমেশন ইনস্টিটিউট (আইআরএবি) উদ্বোধন ও ভিত্তি স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে আইআরএবির পরিচালক বিভিন্ন রোবটিকস প্রকল্পের উপস্থাপনা করেন। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সংস্থা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রোবটিকস উৎসাহিতরা এ অনুষ্ঠানে যোগ দেন। ২০১৯ সালে বুয়েটে রোবোটিকস ল্যাবরেটরি প্রতিষ্ঠিত হয়। 

আরও