হিলিতে পুলিশের কার্যক্রম শুরু, জনমনে স্বস্তি

কর্মবিরতি শেষে কাজে ফিরেছে দিনাজপুরের হিলি থানা পুলিশ। টানা বন্ধের পর পুলিশের কার্যক্রম শুরু হওয়ায় খুশি সাধারণ মানুষ।

কর্মবিরতি শেষে কাজে ফিরেছে দিনাজপুরের হিলি থানা পুলিশ। টানা বন্ধের পর পুলিশের কার্যক্রম শুরু হওয়ায় খুশি সাধারণ মানুষ।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ১টা থেকে টহল কার্যক্রম শুরু করেছে হিলি থানা পুলিশ। জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আট দিন বন্ধের পর হিলি স্থলবন্দর, হিলি বাজার, চেকপোষ্ট সড়কসহ বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে পুলিশ।

এলাকার বাসিন্দা মিশর উদ্দিন বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা সাধারণ মানুষ আতঙ্কিত ছিলাম। কিন্তু আজকে পুলিশের পক্ষ থেকে টহল কার্যক্রম শুরু করায় আমাদের মধ্যে যে ভয় ছিল তা কেটে গিয়েছে। আমরা আশা করছি পুলিশ সবসময় আমাদের পাশে থাকবে।

হিলি বাজারের ব্যবসায়ী তাজুল ইসলাম বলেন, সরকার পতনের পর থেকে গত কয়েকদিন আমাদের এলাকায় কোনো পুলিশ প্রশাসন ছিল না। কিন্তু আজ থেকে তারা টহলসহ সব রকমের পুলিশি কার্যক্রম শুরু করেছেন। এছাড়াও পুলিশ আমাদের সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে আমরাও ব্যবসায়ীদের পক্ষ থেকে তাদের সহযোগিতা করব বলে জানিয়েছি।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন বলেন, আমাদের থানা পুলিশের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। জনগণের সঙ্গে পুলিশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকবে এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ নেই। পুলিশ জনগণের শত্রু নয়, সেবক হিসেবে কাজ করবে। এজন্য আমরা সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করলে নিরাপত্তা শঙ্কায় থানার কার্যক্রম বন্ধ করে দিয়েছিলেন পুলিশ সদস্যরা। সেই সঙ্গে রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ বাহিনী গঠনসহ সংস্কারের দাবিতে কর্মবিরতি পালন করছিলেন তারা। তবে আন্দোলনের শুরু থেকেই হাকিমপুর থানা পুলিশের ওপর কোনো হামলা বা ভাংচুরের ঘটনা ঘটেনি।


আরও