অগ্নিসংযোগ

বগুড়ায় মোটর শ্রমিক নেতাকে কুপিয়ে জখম করার প্রতিবাদে তিনটি দোকান ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

বগুড়ায় মোটর শ্রমিক নেতাকে কুপিয়ে জখম করার প্রতিবাদে তিনটি দোকান ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনীর সদস্যরা এসে তা নিয়ন্ত্রণ করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলেন। গতকাল বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে প্রায় সাত ঘণ্টা বগুড়া থেকে সব রুটে যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। পরে দুপুরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আরও