শিক্ষার্থী সংবর্ধনা

নওগাঁয় ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

নওগাঁয় ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল দুপুরে জেলা শহরের কনভেনশন সেন্টারে ইথেন এন্টারপ্রাইজের উদ্যোগে আয়োজিত এ  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এফবিসিসিআইয়ের পরিচালক ও নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায়, নওগাঁ চেম্বারের সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান টুনু প্রমুখ। 

আরও