অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে গতকাল লন্ডনে একটি দীর্ঘ বৈঠক হয়। বিভিন্ন বিষয় নিয়ে একান্তেও কথা বলেন দুই নেতা। আগামী রমজানের আগেই নির্বাচন আয়োজনের সম্ভাবনা এবং কাঙ্ক্ষিত সংস্কার ও জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাযজ্ঞের বিচারের অগ্রগতির প্রতিশ্রুতি আসে বৈঠক-পরবর্তী যৌথ বিবৃতিতে। আর এ বৈঠক ও আলোচনা নিয়ে বণিক বার্তার কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন দলের শীর্ষ নেতারা—
সংস্কার, অর্থনীতি ও মব তৈরির সম্ভাবনা নিয়ে এক ধরনের তীব্র চাপ রাজনীতির মাঠে আমরা লক্ষ করেছি। লন্ডনের বৈঠকের মধ্য দিয়ে সেটির ইতি ঘটবে বলে আশা করছি। বৈঠকে এক পক্ষ নির্বাচনের তারিখ পেছানোর কথা বলেছে। অন্য পক্ষ সংস্কার ও বিচারের প্রসঙ্গ এনেছে। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এ বিষয়গুলো উভয় পক্ষের মধ্যে আলোচনা হওয়াটা ইতিবাচক দিক। দুই পক্ষ থেকেই আলোচনা করে সংস্কার এবং বিচার করে নির্বাচন আয়োজন করতে পারলে ভালো হয়। একই সঙ্গে বিদ্যমান টেনশনও হ্রাস পাবে। কাজের গতিও বৃদ্ধি পাবে বলে আশা করছি।
—প্রধান সমন্বয়ক, রাষ্ট্র সংস্কার আন্দোলন