আসন্ন গ্রীষ্ম মৌসুমে ৭০০ মেগাওয়াট থেকে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মেগাওয়াট লোডশেডিং হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তবে রমজান মাস লোডশেডিং মুক্ত রাখার চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন তিনি।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে পবিত্র রমজান মাস এবং গ্রীষ্ম মৌসুমের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতির সার্বিক বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টা। বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
তিনি জানান, রমজান মাস যাতে লোডশেডিং মুক্ত রাখা যায় আমরা সে চেষ্টা করব। তার অর্থ এই নয় যে লোডশেডিং হবে না। এটা নানা কারণে হতে পারে। কখনো বিতরণ লাইন আবার সঞ্চালন ব্যবস্থার ত্রুটির কারণে লোডশেডিং হতে পারে। আমরা ভারসাম্য রাখার চেষ্টা করব।
জ্বালানি উপদেষ্টা জানান, এ বছর রমজানের জন্য ১৫ হাজার ৭০০ মেগাওয়াট এবং গ্রীষ্মের জন্য ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দের পরিকল্পনা রাখা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনে এখন ৯০০ মিলিয়ন ঘনফুট দৈনিক গ্যাসের সরবরাহ দেয়া হচ্ছে। রমজান মাসে তা বাড়িয়ে ১ হাজার ২০০ মিলিয়ন ঘনফুটে নিয়ে যাওয়া হবে। এজন্য প্রয়োজনীয় অতিরিক্ত জ্বালানি আমদানি করা হবে। এরপর এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে।