জেলেদের জন্য বরাদ্দকৃত চাল পাচারকালে জনতার তোপের মুখে পড়েছেন তজুমদ্দিন উপজেলা সম্ভপুর ইউনিয়নের চেয়ারম্যান রাসেল মিয়া।
রোববার (২৫ ফেব্রুয়ারি) রোববার উপজেলার শম্ভুপুর ইউনিয়নের দক্ষিণ
সম্ভপুরের খাসের হাট বাজারের হোন্ডা স্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী মার্চ ও এপ্রিল দুই মাসের নিষেধাজ্ঞার
সময়কালে বরাদ্দকৃত জেলেদের পুনর্বাসন চালের প্রায় ১০০ বস্তা চাল অন্যত্র বিক্রি করার
জন্য নিয়ে যাওয়া হচ্ছে, এমন এক গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭ টা থেকেই স্থানীয়রা
দক্ষিণ শম্ভুপুরের খাসেরহাট বাজারের হোন্ডা স্টান্ড এলাকায় ওঁত পেতে থাকেন। কিছুক্ষণ
পরই বেশ কয়েকটি টমটম ও অটোরিকশা ভর্তি জেলেদের প্রায় ১০০ বস্তা চাল সেখান দিয়ে যেতেই
স্থানীয়রা সেগুলো আটক করে পুলিশকে খবর দেয়। দীর্ঘ সময় পর পুলিশ ও উপজেলা নির্বাহী
কর্মকর্তা ঘটনাস্থলে এলেও এরই মধ্যে ঘটনাস্থল থেকে চালের বড় একটা অংশ অন্যত্র সরিয়ে
নেয়া হয়েছে।
যদিও এ চাল জেলেদেরকেই দেয়া হয়েছে এমনটি দাবি করে শম্ভুপুর ইউনিয়নের
চেয়ারম্যান রাসেল মিয়া বলেন, এর সঙ্গে কারো কোনো ধরনের সম্পৃক্ততা থাকলে তার বিরুদ্ধে
যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
ঘটনাস্থল থেকে ৪৪ বস্তায় প্রায় ১ হাজার ১০০ কেজি চাল আটক করা হয়েছে
জানিয়ে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ দেবনাথ বলেন, বিষয়টি তদন্ত
সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।