নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে মাদারীপুরে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সেনাবাহিনী ও র্যাব শহরের কাঁচাবাজার, চালের আড়ত ও মাছ বাজারে এ অভিযান পরিচালনা করে। এ সময় ব্যবসায়ীদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অনুরোধ জানানো হয়। এ সময় মাদারীপুর র্যাব ক্যাম্পের কমান্ডার শাহরিয়ার রিফাত, সিনিয়র পুলিশ সুপার তুহিন রেজা, এসআই নাজমুল হোসেন, ডিএডি রেজাউল ইসলাম, সেনাবাহিনীর সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।