বাগেরহাটে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। গতকাল বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে সামাজিক বন বিভাগের আয়োজনে মেলা উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডা. ফখরুল হাসান। এবারের মেলায় ১৪টি স্টল রয়েছে। আগামী ৫ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা শেষ হওয়ার কথা রয়েছে।