কক্সবাজার থেকে চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাটে ইটভাটায় কাজ করতে যাওয়ার পথে ফেনীতে ৭ রোহিঙ্গা উদ্বাস্তুকে আটক করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে কক্সবাজার থেকে ফেনীগামী একটি যাত্রীবাহী বাসে যাত্রা করার সময় ফেনীর কয়েকজন যুবক তাদের আটক করে সেনাবাহিনীর হাতে সোপর্দ করেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার কক্সবাজার থেকে স্টার লাইন পরিবহনের একটি বাসে করে মিরসরাই উপজেলার করেরহাটের একটি ইটভাটার উদ্দেশে যাত্রা করেন ওই রোহিঙ্গারা। বাসে তাদের কথাবার্তায় সন্দেহ হলে ফেনীর কয়েকজন যুবক জিজ্ঞাসাবাদ শুরু করেন।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বাসে বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি জটিল দেখে বাসচালক যাত্রীদের অনুরোধে বাসটি মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকায় না থামিয়ে ফেনীর মহিপাল সেনাবাহিনীর ক্যাম্পের সামনে নিয়ে যান। পরে যুবকরা সেনাবাহিনীর হাতে ওই রোহিঙ্গাদের সোপর্দ করেন।
আটকরা হলেন— ইউনুছ মিয়া (৫০), মো. রশীদ আহমেদ (৪৫), ওমর ফারুক (৩০), সৈয়দ নুর (৩৫), শহীদুল আমিন (২২), রবিউল আলম (১৯) এবং মোহাম্মদ হোসেন (৭)। তারা সবাই কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, আটক রোহিঙ্গারা করেরহাটের ইটভাটায় কাজ করতে যাচ্ছিলেন। সেনাবাহিনীর হাতে সোপর্দ করার পর তাদের থানায় নিয়ে আসা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।