বগুড়ায় ট্রাকের ধাক্কায় ২ বন্ধুর মৃত্যু

আজ সোমবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের রাজাপুর বিরইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো একজন। আজ সোমবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের রাজাপুর বিরইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন— শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী কামরুল ইসলাম শুভ (২০) ও ছোনকা রহিমা-নওশের আলী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী হৃদয় হাসান (২০)। তারা দুজনই শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের বাসিন্দা। আহত মোটরসাইকেল চালক সাগর ইসলামকে (২১) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর থানা পুলিশ জানায়, সকালে তিন বন্ধু নতুন ভোটার হিসেবে ছবি তুলতে মির্জাপুর হাইস্কুলে গিয়েছিলেন। ছবি তুলে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে কামরুল ও হৃদয় ছিটকে পড়ে যান। ওই সময় ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আজিজুল হক জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত চার দিনে এ এলাকায় সড়ক দুর্ঘটনায় সাতজন মারা গেছেন। এর আগে ১২ মার্চ সন্ধ্যায় শেরপুর উপজেলার শেরুয়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগলে পেছন থেকে আসা ট্রাকের চাপায় তিন বন্ধুর মৃত্যু হয়। তারা খানপুর ইউনিয়নের কয়েরখালি গ্রামের বাসিন্দা ছিলেন।

আরও