হিলি পৌরসভার বাজেট ঘোষণা

নতুন করে করারোপ ছাড়াই দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

নতুন করে করারোপ ছাড়াই দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বেলা ১১টায় পৌরসভার সভাকক্ষে ৩২ কোটি ২২ লাখ ২৫ হাজার ৬৪৭ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। 

বাজেটে রাজস্ব থেকে আয় ধরা হয়েছে ১ কোটি ৮৪ লাখ ১৪ হাজার ৫৪৭ টাকা ও বিভিন্ন সংস্থা থেকে উন্নয়ন বাবদ আয় ধরা হয়েছে ৩০ কোটি ৩৮ লাখ ১১ হাজার ১০০ টাকা। ব্যয় ধরা হয়েছে ৩২ কোটি ২২ লাখ ২৫ হাজার ৬৪৭ টাকা। এর মধ্যে রাজস্ব বাবদ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮৪ লাখ ১৪ হাজার ৫৪৭ টাকা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি ৩৮ লাখ ১১ হাজার ১০০ টাকা।

বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যন শাহিনুর রেজা শাহিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোহরাব হোসেন মল্লিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পদক নাসিম আহম্মেদ টুকুসহ পৌরসভার কাউন্সিলররা। 

আরও