নির্বাচন কমিশনার

স্বচ্ছ ভোটার তালিকা ১৮ কোটি মানুষের আমানত

নির্বাচন কমিশনার বলেন, ভুল এমনি এমনি হয় না। এর পেছনে কেউ না কেউ দায়ী থাকে। এনআইডি নিয়ে আগে অনেক বদনাম ছিল। এবার আমরা সতর্কতার সঙ্গে নির্ভুল ভোটার তালিকা করতে চাই। জনগণকে ভালো ও নির্ভেজাল ভোটার তালিকা উপহার দেয়ার জন্য নির্বাচন কমিশন কাজ করছে।

স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়নকে ১৮ কোটি মানুষের আমানত হিসেবে উল্লেখ করে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, এ আমানত রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। ভোটার নিবন্ধন প্রক্রিয়ার একমাত্র চ্যালেঞ্জ হলো মানসিক মনোভাব ঠিক রাখা। সৎ উদ্দেশ্য ও সততার সঙ্গে কাজ করলে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি সম্ভব।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, ভুল এমনি এমনি হয় না। এর পেছনে কেউ না কেউ দায়ী থাকে। এনআইডি নিয়ে আগে অনেক বদনাম ছিল। এবার আমরা সতর্কতার সঙ্গে নির্ভুল ভোটার তালিকা করতে চাই। জনগণকে ভালো ও নির্ভেজাল ভোটার তালিকা উপহার দেয়ার জন্য নির্বাচন কমিশন কাজ করছে।

ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আরো উপস্থিত ছিলেন এনআইডি মহাপরিচালক হুমায়ুন কবির, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব আলী নেওয়াজ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হক ও পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

আরও