অবৈধভাবে ভারতে যাওয়ার পথে বাংলাদেশী নাগরিক আটক

বিজিবির কাছে জিজ্ঞাসাবাদে পলাশ জানান, তিনি ভারতের ত্রিপুরায় ঘুরতে যাচ্ছিলেন।

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনস্থ ধর্মঘর বিওপি টহল দল ব্রাহ্মণবাড়িয়ার সস্তামোড়া সীমান্ত এলাকায় তাকে আটক করে।

আটক পলাশ চন্দ্র দাস (৩০) কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর বাজার এলাকার বাসিন্দা।

বিজিবির কাছে জিজ্ঞাসাবাদে পলাশ জানান, তিনি ভারতের ত্রিপুরায় ঘুরতে যাচ্ছিলেন।

তল্লাশি করে তার কাছ থেকে ২টি অ্যান্ড্রয়েড মোবাইল, বাংলাদেশী ৪ হাজার ৪৩০ টাকা, মালদ্বীপের ১ হাজার ৩৫ রুপি, ৫০ ইউরো এবং ২৪২ মার্কিন ডলার উদ্ধার করা হয়। পরে তাকে মোবাইল ও টাকাসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে যাতে কোনো অবৈধ অনুপ্রবেশ না হয়, সে জন্য তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরও