মূল্যতালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদের দায়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নয় ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার।