বাগেরহাটে কৃষি ব্যাংকের মাঠকর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলার ২১টি শাখার ব্যবস্থাপক ও মাঠ কর্মকর্তারা এতে অংশ নেন। গতকাল সকালে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্র মিলনায়তনে এ সম্মেলন আয়োজন করা হয়। ব্যাংকের সেবার মান, মূলধন ও গ্রাহক বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা করেন বক্তারা। তারা বলেন, ‘কৃষি ব্যাংক গণমানুষের ব্যাংক। সাধারণ মানুষ, কৃষি ও কৃষকদের উন্নয়নে কাজ করে কৃষি ব্যাংক।’