ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়ায় ২ হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ

পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ।

বগুড়ার শহরের বড়গোলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ হাজার ৩০৭ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। একই সঙ্গে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ। পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানে জেলা পুলিশের সদস্যরাও সহায়তা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ বলেন, বড়গোলা এলাকায় সিয়াম ট্রেডার্সের বিরুদ্ধে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ, বিতরণ এবং বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন করছিল। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে ২ হাজার ৩০৭ কেজি পলিথিন।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

আরও