একসময় ঝালকাঠি পৌরসভার মধ্যে সাতটি খাল প্রবহমান ছিল। ধীরে ধীরে এগুলো ভরাট হয়ে গেছে। এখন সামান্য বৃষ্টি হলেই শহরের সড়কগুলোয় দেখা দেয় জলাবদ্ধতা। এ সমস্যা সমাধানে শহরের সাতটি খাল খননের উদ্যোগ নিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। গতকাল বেলা সাড়ে ১১টায় এ কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম। পৌরসভার নিজস্ব অর্থায়নে ১ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে খাল খনন করা হবে।