মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে স্পিডবোট ডুবে মেজবা উদ্দিন (৫৬) নামে নৌ-পুলিশের এক কনস্টেবল নিখোঁজ হয়েছেন। ১৯ জুলাই বিকালে নিখোঁজ হলেও গতকাল পর্যন্ত তার সন্ধান মেলেনি। ঘটনার পর থেকেই কোস্টগার্ড, নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএ উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, ১৯ জুলাই বিকাল সাড়ে ৫টার দিকে পদ্মা নদীর হাজরা চ্যানেলে ঢেউয়ের ধাক্কায় স্পিডবোট উল্টে যায়। এ সময় বোটে নৌ-পুলিশের ছয় সদস্য ছিলেন। একটি ট্রলার অন্যদের উদ্ধার করতে পারলেও মেজবা উদ্দিন ডুবে যান। তিনি শিবচর উপজেলার চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত ছিলেন। তার বাড়ি ঝালকাঠিতে।
শিবচরের চর জানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. সালাম জানান, ট্রলারে যাত্রীরা পদ্মা নদী পার হচ্ছেন—এমন খবর পেয়ে চর জানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির এসআই ইলিয়াস, এএসআই সুমন, কনস্টেবল আতাউর রহমান, নূরে আলম, মাইনুল ও মেজবা উদ্দিন টহলে যান। নদীর হাজরা চ্যানেলে তীব্র স্রোত এবং ঢেউয়ের ধাক্কায় স্পিডবোটটি উল্টে ডুবে যায়। এ সময় নদীতে থাকা একটি ট্রলার এগিয়ে এলে অন্যরা সাঁতরে ট্রলারে উঠতে পারলেও মেজবা উদ্দিন তলিয়ে যান। স্পিডবোটটিও স্রোতে তলিয়ে গেলে তার খোঁজ পাওয়া যায়নি। কোস্টগার্ড, নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএ নদীর বিভিন্ন স্থানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে গতকাল দুপুর পর্যন্ত তার খোঁজ মেলেনি।
চরজানাজাত নৌ-পুলিশের ওসি আনিসুর রহমান জানান, মেজবা উদ্দিনের কোনো খোঁজ এখনো মেলেনি। তবে তারা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।