ফতুল্লায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পাঞ্চলে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পাঞ্চলে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে কেসি অ্যাপারেলস লিমিটেড কারখানার চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাপড় ও মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে।

ফতুল্লা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হালিম জানান, আগুনে কাপড় ও মেশিনসহ কারখানার বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে। আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

আরও