সুন্দরবন থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ। গতকাল ভোরে বাগেরহাটের চাঁদপাই রেঞ্জের হুলার ভারানী খাল থেকে মাংসগুলো জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বনরক্ষীরা। পরে মাংসগুলো কেরোসিন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করে মাটিচাপা দেয়া হয়। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।