সুন্দরবনের গহিন এলাকায় অভিযান চালিয়ে হরিণ শিকারের ১৩৫টি ফাঁদ জব্দ করেছেন বনরক্ষীরা। জব্দ করা সব ফাঁদ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শুক্রবার সকাল ও সন্ধ্যায় চাঁদপাই রেঞ্জের পৃথক দুটি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান শিকারিরা।
সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও মো. রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাংমারী বনাঞ্চলের হুলার ভারানীসংলগ্ন খালে অভিযান চালানো হয়। সেখান থেকে হরিণ শিকারের জন্য পেতে রাখা ৮২টি গোলাকৃতি মালা ফাঁদ জব্দ করা হয়। এর আগে নন্দবালা টহল ফাঁড়ির সূর্যমুখী খালসংলগ্ন এলাকা থেকে ৫৩টি মালা ফাঁদ জব্দ করা হয়।
তিনি আরো জানান, এর আগেও সুপতি স্টেশনের আওতাধীন শাপলা ক্যাম্পের ছোট সিন্দুক বারিয়া খালের উত্তর পাশ থেকে ৪৫০টি ফাঁদ জব্দ করা হয়েছিল।