নরসিংদীর শীলমান্দিতে নিখোঁজের তিনদিন পর সাদ্দাম হোসেন (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৬ মার্চ) সকালে সদর উপজেলার মধ্য শীলমান্দী কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাদ্দাম হোসেন শীলমান্দী বিলপাড় এলাকার বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেখেরচর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মাসুদ আলম।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ১৩ মার্চ দুপুরে নিজ বাড়ির সামনে খেলা করছিল সাদ্দাম। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে সেদিন রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এদিকে রোববার সকালে স্থানীয়রা কবরস্থানের পাশে দুর্গন্ধ পান। পরে সেখানে গিয়ে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরিবারের সদস্যরা গিয়ে মরদেহটি সাদ্দামের বলে শনাক্ত করেন।
পুলিশ পরিদর্শক মো. মাসুদ আলম বলেন, শিশুটির মরদেহ পঁচে গেছে এবং তাতে পোকা ধরে গেছে। তবে গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এরই মধ্যে জিডির সূত্র ধরে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।