লটারির মাধ্যমে ভর্তি ব্যবস্থা বাতিল দাবিতে মানববন্ধন করেছে রংপুর জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল দুপুরে জিলা স্কুলের সামনে এ কর্মসূচিতে অংশ নেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ অভিভাবকরা। দাবি আদায় না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, শেখ হাসিনার আমলে লটারির ভিত্তিতে ভর্তি প্রথা চালু করা হয়েছিল। এতে বয়স ও মেধার পার্থক্যের ফলে শিক্ষকদের বোঝাতে অসুবিধাসহ আমাদের পড়াশোনার গতি কমে যায়। এভাবে চলতে থাকলে আমাদের মেধার বিকাশ হবে না, আমরা পিছিয়ে পড়ব।
মানববন্ধন সমাবেশে মেধার ভিত্তিতে ভর্তির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি জানানো হয়। এ সময় কাচারি বাজার থেকে ডিসির মোড় পর্যন্ত মূল সড়কের একটি লেন অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।