বান্দরবানে বন্য হা‌তির আক্রমণে একজনের মৃত্যু

রাতে চিংসাথুই মারমা পায়ে হেঁটে বাড়িতে যা‌চ্ছিলেন। পাড়ার কাছাকা‌ছি পৌঁছা‌লে হঠাৎ বন্য হাতির পা‌লের সামনে পড়েন তিনি। এসময় হাতিরা তাকে আক্রমণ করে।

বান্দরবানের লামা উপ‌জেলায় বন্য হাতির আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে ফাইতং ইউনিয়নের ফাদুপাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে। নিহত চিংসাথুই মারমা ওই এলাকারই বাসিন্দা।

ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক ব‌ণিক বার্তা‌কে জানান, রাতে চিংসাথুই মারমা ফাইতং হেডম্যান পাড়া থেকে হেঁটে বাড়িতে যা‌চ্ছিলেন। পাড়ার কাছাকা‌ছি পৌঁছা‌লে হঠাৎ বন্য হাতির পা‌লের সামনে পড়েন তিনি। এসময় হাতিরা তাকে আক্রমণ করে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপ‌জেলা স্থাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, আজ সকা‌লে ময়নাতদন্তের জন্য তার মর‌দেহ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মর‌দেহ হস্তান্তর করা হবে।

আরও