ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছুরিকাঘাতে স্বাধীন মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত স্বাধীন উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের ফজল মিয়ার ছেলে। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে নিজ বাড়ির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের মা জরিনা বেগম অভিযোগ করেন, শুক্রবার রাতের দিকে আজমপুর নার্সারির সামনে আজমপুর গ্রামের স্বপন চৌধুরী নামে এক যুবক স্বাধীনকে মারধর করে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা স্বাধীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ওই এলাকার আরেক ব্যক্তি বলেন, ‘আমি মাছের প্রজেক্ট দেখতে যাচ্ছিলাম। আজমপুর রেলওয়ে কলোনী মসজিদের সামনে দুজনকে ধস্তাধস্তি করতে দেখে শান্ত করে দেয়ার চেষ্টা করি। কিছুক্ষণ পর আরো ৪-৫ যুবক এসে স্বাধীনকে মারধর শুরু করে। এক পর্যায়ে তাকে একজন ছুরি দিয়ে আঘাত করে। তৎক্ষণাৎ আমি থানা পুলিশকে বিষয়টি জানাই।’
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।