‘অসংক্রামক রোগে মৃত্যুর হার আশঙ্কাজনক’

দেশে অসংক্রামক রোগে মৃত্যু আশঙ্কাজনক হারে বাড়ছে বলে জানিয়েছেন বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।

দেশে অসংক্রামক রোগে মৃত্যু আশঙ্কাজনক হারে বাড়ছে বলে জানিয়েছেন বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান। তিনি বলেন, ‘দুই দশক আগেও ১০টি মৃত্যুর মধ্যে সাতটি হতো সংক্রামক রোগের কারণে। আর তিনটি মৃত্যু হতো অসংক্রামক ব্যাধির কারণে। দুই দশক পর এসে দেখা যাচ্ছে, ১০টি মৃত্যুর মধ্যে সাতটিই হচ্ছে অসংক্রামক ব্যাধির কারণে। আর তিনটি মৃত্যু হয় সংক্রামক ব্যাধির কারণে।’

গতকাল সিভিল সার্জন কার্যালয়ের এনসিডি কর্নারের সেবার মানোন্নয়ন ও ডিজিটালাইজেশন বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

ডেপুটি সিভিল সার্জন বলেন, ‘সারা বিশ্বে অসংক্রামক ব্যাধিতে প্রতি বছর ৭ কোটি ১০ লাখ মানুষ মারা যায়। বাংলাদেশেও অসংক্রামক রোগ; হেপাটাইটিস, হৃদরোগ, ক্যান্সারে মৃত্যুর হার বাড়ছে। বেশি মৃত্যু হচ্ছে স্তন ক্যান্সারে। এসব অসংক্রামক রোগ যাতে না হয়, সেদিকে যদি আমরা একটু গুরুত্ব দিই অর্থাৎ খাবার ও লাইফস্টাইল পরিবর্তন করি তাহলে এ ধরনের রোগে মৃত্যু কমে আসবে।’

কর্মশালায় বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ প্রোগ্রামের উপপরিচালক ডা. শামীম জুবায়ের, কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান মাহমুদ, চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়, ফকিরহাট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আছাদুজ্জামান সাগর, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ প্রোগ্রামের বিভাগীয় প্রোগ্রাম অফিসার এহসানুল আমিন ইমন, সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. উদীত প্রয়াস শিকদার প্রমুখ।

আরও